ইউটিউবে মুক্তি পেয়েছে মাত্র তেপ্পান্ন সেকেন্ড দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘হাড্ডি মাংস’। চলচ্চিত্রটিতে পশুর সঙ্গে মানুষের সম্পর্ক এবং অবহেলা ফুটে উঠেছে নান্দনিকভাবে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন এ এইচ এম এনামুল হক ও তার পোষা কুকুর জে বি। চলচ্চিত্রটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর অনেকেই ধারণা করেছেন এটা বুঝি ট্রেইলার। আসলে এটিই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির মূল বিশেষত্ব।
মাত্র তেপ্পান্ন সেকেন্ড এবং একটিমাত্র সংলাপের মাধ্যমেই পুরো চলচ্চিত্রের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। এস এম সোহেল খানের পরিচালনায় এর চিত্রগ্রহণ করেছেন মাহমুদুল হাসান। সম্পাদনা ও পোস্টার ডিজাইন করেছেন মোহাম্মদ হানিফ আসাদ। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে অধম গোত্রভূক্ত প্রাণীদের প্রতি দয়াশীল হওয়ার এক অভিনব আহ্বান এই শর্টফিল্মের বিষয়বস্তু। আলোচিত শর্ট ফিল্মটি রচনা করেছেন এ এইচ এম এনামুল হক।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৭/মাহবুব