সুযোগও ছিল, প্রচলনও ছিল। তবুও টাইগার জিন্দা হ্যায় ছবিতে অভিনয়ের সময় অনস্ক্রিন চুম্বন হলো না সালমান খান-ক্যাটরিনা কাইফের। যদিও সালমান খান ফ্যানরা ভেবেছিলেন, এবার তাদের গুরু হয়ত ইমেজ ভেঙে অনস্ক্রিনে চুম্বন করবেন। কিন্তু, এ বিষয় তার মত, তিনি এমন কোনো দৃশ্যে অভিনয় করতে চান না যাতে দর্শকদের অপ্রস্তুতিতে পড়তে হয়। কারণ সালমানের মা নাকি অপ্রস্তুতিতে পড়েন ছেলেকে চুম্বন করতে দেখলে।
এছাড়া সম্প্রতি সালমান খান নিজে বলেছেন চুম্বন এমন একটা বিষয় যেটা অফস্ক্রিনে খেতেই মজা, অনস্ক্রিনে তার জাদু নেই। ছেঁদো যুক্তি অনেক থাকতেই পারে। নিন্দুকরা কিন্তু একটা পুরোনো ছবির উদাহরণ টেনে এনেছেন।
হাম দিল দে চুকে সনম ছবিতে সালমান অনস্ক্রিনে ঐশ্বরিয়াকে চুম্বন করেছিলেন।
ঠোঁট-ঠোঁট না ছুলেও আবেগঘন সালমানের চুম্বন ছিল বিশ্ব সুন্দরীর সঙ্গে। সাবেক প্রেমিকার সঙ্গে তখন চুটিয়ে প্রেম চলছিল সালমানের। কিন্তু সেই অনস্ক্রিন চুম্বন করার পার্টনার সালমানের জীবনের লাইফ পার্টনার না হওয়ার দুঃখেই নাকি সালমানের অনস্ক্রিনে এই বৈরাগ্য। সালমানের সেই প্রেমিকা আজ বচ্চন পরিবারে সফল গৃহবধূ, জীবনের ধাপে অনেকটাই এগিয়ে গেছেন।
তবে চুম্বন ছাড়াই একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন ।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম