বলিউডে 'কেদারনাথ' সিনেমার মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খানের।
এরই মধ্যে অভিনেত্রী আনুশকা শর্মার প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সিনেমায়ও চুক্তিবদ্ধ হচ্ছেন সারা এমনটাই শোনা গিয়েছিল। তবে আনুশকার এ প্রস্তাবে এখনও নাকি মত দেননি সাইফ কন্যা। তিনি প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন এমনটাই শোনা যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সারার প্রথম সিনেমা আগামী ডিসেম্বরে মুক্তি পাবে। এ সিনেমার পরিচালক অভিষেক কাপুর চাইছেন না এর আগে সারা অন্য কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হোক। কারণ এতে তার মনোসংযোগ কমে যেতে পারে। তবে মেয়ের ক্যারিয়ারে অভিষেক কাপুরের এমন হস্তক্ষেপে নাখোশ হয়েছেন অমৃতা সিং। সারার সিনেমার বিষয়টি তদারকি করেন তিনি। তার মতে, কেদারনাথ সিনেমার শুটিংয়ের পাশাপাশি তার মেয়ে যদি অন্য সিনেমায় চুক্তিবদ্ধ হয় তাতে কোনো সমস্যাই নেই। এ নিয়ে অভিষেক কাপুরের সঙ্গে তার বাগবিতণ্ডাও হয়েছে।
খুব শিগগির কেদারনাথ সিনেমার দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু করবেন সারা। এতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। আগামী বছর ২১ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
বিডিপ্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৭/ ই জাহান