বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় 'প্রেমিক' আনন্দ আহুজার সঙ্গে ছবি পোস্ট করে ভক্তদের উজ্জীবিত করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তাদের সম্ভাব্য বিয়ে নিয়ে জোর জল্পনায় মজেছে ভারতের মিডিয়াপাড়া। ইতিমধ্যে বিভিন্ন সংমাদ মাধ্যমের শিরোনামে জায়গা পেয়েছে সোনম ও আনন্দের বিয়ের বিষয়টি।
আর জল্পনা উস্কে দিচ্ছে সোনম ও আনন্দের 'সুখী' ছবি। যেমন দীপাবলিতে আনন্দকে দেখা গেছে অনিল কাপুরের সঙ্গে। সেই ছবি প্রকাশ পেতেই জল্পনা আরও জোরদার হয়েছে।
সোনম যদিও, সব জল্পনায় জল ঢেলেছেন। তিনি জানিয়েছেন, আপাতত তিনি স্রেফ নিজের কাজেই মনোনিবেশ করতে চান। অভিনেত্রী নিজে একথা বললেও, বলিউডে জোর কানাঘুষো, খুব শিগগিরই চার হাত এক হতে চলেছে এই যুগলের।
প্রসঙ্গত, পেশায় ব্যবসায়ী আনন্দ দিল্লিস্থ একটি জুতার ব্র্যান্ডের মালিক। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময়ে বহু জায়গায় দুজনকে একত্রে দেখা গেছে।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৭/আরাফাত