কপিল শর্মা।ভারতের হালের সবচেয়ে ট্যালেন্ট কমেডিয়ানদের একজন।যার কমেডি শোতে অংশ নিয়ে বলিউডের বাঘা বাঘা অভিনেতারা কুপোকাত হয়েছেন।কিন্তু সেই কপিলকেই এবার কুপোকাত করলেন বিগ বস ১১ এর কুইন আরশি খান।
সম্প্রতি নতুন সিনেমার প্রমোশন উপলক্ষে সালমান খানের শো বিগ বস ১১-এ হাজির হয়েছিলেন কপিল শর্মা।বসের প্রতিযোগীদের সঙ্গে দেখা করতেই বিগ বস হাউজে যান ওই অভিনেতা। আর সেখানে আফগান বংশোদ্ভূত ভারতীয় প্রতিযোগী আরশি খানের সঙ্গে দেখা হয় কপিলের।
বলিউড লাইফের খবর অনুযায়ী, বিগ বস হাউজে আরশি খান নাকি কপিলের সঙ্গে বেশ মজাই করছিলেন। কিন্তু, আরশির ‘দুষ্টুমি’-তে রীতিমত বিভ্রান্ত হয়ে যান তিনি। শুধু তাই নয়, আরশির কথা এবং তাঁর ‘দুষ্টুমি’-র চোটে নাকি কপিল ঘামতে শুরু করেন। যা শুনে বেশ অবাকই হয়ে যান কপিলের ভক্তরা।
যে কমেডিয়ানের মজায় কুপোকাত হয়ে যান তাবড় সেলিব্রিটিরা, তিনি কি না আরশির টুকটাক বাউন্সারে ‘নার্ভাস’ হয়ে পড়লেন?
বিডিপ্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৭/ ই জাহান