মার্কিন সঙ্গীত তারকা টেইলর সুইফটের ষষ্ঠ অ্যালবাম 'রেপুটেশন' মুক্তি পেয়েছে শুক্রবার। চার দিনের মাথায় অ্যালবামটির ১০ লাখ ৫০ হাজার কপি বিক্রি হয়ে গেছে।
নিয়েলসন মিউজিক কোম্পানি এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে, এক সপ্তাহের মাথায় টেইলরের নতুন অ্যালবামটির বিক্রি ২০ লাখ ছাড়িয়ে যাবে।
২০১৪ সালে টেইলরের '১৯৮৯' অ্যালবামটি মুক্তি পায়। প্রথম সপ্তাহে এর ১০ লাখ ২৯ হাজার কপি বিক্রি হয়। মুক্তির প্রথম সপ্তাহে ১০ লাখ কপি বিক্রি হওয়ার রেকর্ড করেছিল তার 'রেড' (২০১২) ও 'স্পিক নাউ' (২০১০) অ্যালবাম দুটিও।সূত্র : লস অ্যাঞ্জেলেস টাইমস
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৭/ফারজানা