ক্যাটরিনা কাইফ।নিজের নাচ নিয়ে বলিউডে এতদিন বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন। কিন্তু এবার সেই ক্যাটরিনাই নার্ভাস হয়ে গেলেন ডান্স ফ্লোরে।আর দোষটা চাপালেন আরেক বলিউড কাপাঁনো নায়িকা শ্রীদেবীর ওপর!
নিজেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘যদি শ্রীদেবী আপনাকে নাচের সময় দেখেন, তাহলে আপনাকে এমন নার্ভাস দেখানোরই কথা...।’ আসলে বলিউডে শ্রীদেবীর মতো নাচের দক্ষতা খুব কম অভিনেত্রীরই রয়েছে।
সর্বকালের সেরা অভিনেত্রী এবং নৃত্যশিল্পীদের তালিকায় নিজের আলাদা জায়গা তৈরি করেছেন শ্রীদেবী। সম্প্রতি ক্যাটরিনাও তাঁর নাচে নজর কেড়েছেন দর্শকদের। আর ক্যাটরিনাও যে শ্রী’র নাচের ফ্যান তা আর বুঝার বাকি নেই।
‘টাইগার জিন্দা হ্যায়’র অভিনেত্রী মঙ্গলবার একটি ডান্স স্টুডিওতে প্র্যাকটিস করছিলেন। সেই ফ্লোরেই এক দিকের দেওয়াল জুড়ে রয়েছে শ্রীদেবীর একটি বিশাল পোস্টার। সেখানে প্র্যাকটিসের সময়ই নাকি বার বার ক্যাটের চোখ চলে যাচ্ছিল শ্রীদেবীর ওই পোস্টারের দিকে। এক সময় নাকি বেশ কিছুক্ষণ শ্রী’র পোস্টারের দিকে তাকিয়ে বসে ছিলেন ক্যাটরিনা।
আর তার পরই ছবি শেয়ার করে এই পোস্ট। তবে শ্রীও ক্যাটরিনার এমন পোস্টের মধুর জবাব দিয়েছেন। লিখেছেন, ‘তুমি সবসময়ই সেরা পারফর্ম করো।’ শ্রীদেবীর এমন মন্তব্যে ‘টাইগার’ নায়িকার ‘নার্ভাসনেস’ কি কাটল? তা অবশ্য জানা যায়নি।
বিডিপ্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান