সম্প্রতি ময়মনসিংহে যুুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তখন থেকেই তার রাজনীতিতে নামার বিষয়ে শুরু হয় গুঞ্জন। একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে এনিয়ে মুখ খুলেছেন তিনি।
জ্যোতিকা জ্যোতি বলেন, ময়মনসিংহের মানুষেরা আমাকে খুব ভালোবাসে। অভিনেত্রী হিসেবেই কিন্তু যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রধান অতিথি হিসেবে ডাক পেয়েছি। সত্যি বলতে আমি আমার জেলার মানুষের পাশে থাকতে চাই। সেটা এমনিতেও হতে পারে আবার রাজনীতির মাধ্যমেও হতে পারে।
তবে এখনই রাজনীতিতে আসতে চান না জ্যোতিকা জ্যোতি। তিনি বলেন, এলাকার মানুষজনও চান আমি রাজনীতিতে আসি। নির্বাচনে অংশ নিই। এটা আসলে তাদের চাওয়া। আমি চাই তাদের প্রত্যাশা যেন নষ্ট না হয়।
বর্তমানে রাজনীতিতে নামার প্রস্তুতি নিচ্ছেন জ্যোতি। তিনি বলেন, দেশের প্রতি, সমাজের প্রতি ও এলাকার মানুষের প্রতি কিন্তু একটা দায়িত্ববোধ আছে সবার। সেক্ষেত্রে যদি রাজনীতি করতে হয়, আমি পিছপা হবো না। হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমি আমার লক্ষ্যটা নির্ধারণ করে আনুষ্ঠানিক ঘোষণায় যাবো।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৭/ফারজানা