ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত 'রোহিঙ্গা' চলচ্চিত্র থেকে বেরিয়ে এসেছেন নবাগত নায়িকা অধরা খান। নির্মাতার সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই চলচ্চিত্রটি থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন নায়িকা।
সম্প্রতি 'নায়ক' নামের একটি চলচ্চিত্রে চিত্রনায়ক বাপ্পীর বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন অধরা। ইস্পাহানী আরিফ জাহান নির্মিত এ চলচ্চিত্রটিতে অধরাকে দেখা যাবে উচ্চবিত্ত পরিবারের এক তরুণীর চরিত্রে। একই বিশ্ববিদ্যালয়ের সহপাঠী বাপ্পীর সঙ্গে সম্পর্কের সূত্রে এগিয়ে যায় চলচ্চিত্রটির কাহিনি।
আগামী জানুয়ারি থেকেই চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে। যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ সিনেমার কাহিনি লিখেছেন দেলোয়ার হোসেন দিল। অধরা বলেন, চলচ্চিত্রটিতে আমার চরিত্রটা হাই সোসাইটির এক তরুণীর। গল্পটা একটু অন্যরকম। আমার মনে হয়, এ ধরণের গল্প সাম্প্রতিককালে ঢাকাই ফিল্মের দর্শক দেখেনি।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৭/ফারজানা