ভারতের আয়কর দপ্তরের নজরে শাহরুখ খানের আলিবাগের বিলাসবহুল ফার্মহাউস। ৯,৯৬০ স্কয়্যার মিটারের এই বাংলো কেনার সময় নাকি তিনি কালো টাকা সাদা করেছিলেন কিং খান। পাশাপাশি ফার্মহাউসটিতে আগে ছিল একটি কৃষিজমি। বেআইনি ভাবে সেই জমিতে বাড়ি বানিয়েছেন শাহরুখ।
সূত্রের খবর, প্রতারণার অভিযোগও আনা হয়েছে শাহরুখ খানের বিরুদ্ধে। স্থানীয় থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র কানে বলেছেন, ‘তদন্ত চলছে। এখনই কোনও মন্তব্য করব না।’ তবে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি। শাহরুখের তরফেও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
জানা গেছে, এই অভিযোগ সংক্রান্ত যাবতীয় নথি খতিয়ে দেখছে পুলিশ। জমির আগের মালিককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জমি বিক্রি করার জন্য শাহরুখ বা শাহরুখের কোনও প্রতিনিধি তাকে জোরজবরদস্তি করেছিলেন কি না জানতে চাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/তাফসীর