নানা-নাতনী ও নাতনীর প্রেমিককে নিয়ে নির্মিত হয়েছে হাস্যরসে ভরা নাটক ‘জামাই পরীক্ষা’। রেজাউর রহমান রিজভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু। নাটকটিতে নাতনির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তানজিন তিশা। কর্নেল নানার চরিত্রে অভিনয় করেছেন সিরাজ হায়দার। তিশার প্রেমিক রিফাতের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা কল্যাণ কোরাইয়া।
নাতনীর পাত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন নানা। তাই বাড়িতে হুমড়ি খেয়ে পড়েছে আগ্রহী পাত্ররা। অপর দিকে দাদার এমন পাগলামী দেখে নিজের ভালোবাসার মানুষ রিফাতকে জামাই হতে আসা পাত্রদের দলে অন্তর্ভুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করেন সোহানা। প্রেমিকার কথা শুনে বিয়ের জন্য জামাই নির্বাচনের পরীক্ষায় যোগ দেন রিফাত। এমনই চরম নাটকীয়তায় হাস্যরসাত্মক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘জামাই পরীক্ষা’ নাটকের গল্প।
হোয়াইট ব্যালেন্স প্রোডাকশন হাউজের ব্যানারে নাটকটিতে আরো অভিনয় করেছেন নিপা খান,শাখাওয়াত শিমুল,পলাশ লোহ,শেখ সালমা,হিমেল হিমু ও কাশেমসহ অনেকে। শুক্রবার রাত ৮টায় আরটিভিতে আরএফএল প্লাষ্টিকস নিবেদিত নানান রঙের গল্পে প্রচার হবে ‘জামাই পরীক্ষা’ নাটকটি।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/তাফসীর