‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ মানসী চিল্লারের প্রশংসায় পঞ্চমুখ গোটা ভারত। ২০ বছরের এই সুন্দরী ১৭ বছরের খরা কাটিয়ে ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’-এর খেতাব জিতে নিয়েছেন ভারতের হয়ে।
এর মধ্যেই ইন্টারনেট জুড়ে মানসীকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট চালাচালি শুরু হয়ে গেছে। এবার ভাইরাল ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’-এর মঞ্চে বিশ্বসুন্দরীর নাচের ভিডিও। নাচের মাধ্যমে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে প্রত্যেকটি দেশের প্রতিনিধি নিজেদের দেশের সংস্কৃতিকে তুলে ধরেন। মানসীও ভারতীয় সংস্কৃতিকে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে বেছে নিয়েছিলেন দীপিকা পাড়ুকোনের একটি ডান্স নাম্বার দিয়ে।
আর সেই ভিডিওটিই এই মুহূর্তে ইন্টারনেট কাঁপাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে মানসী চিল্লার সঞ্জয়লীলা বানসালীর ‘রামলীলা’ ছবির ‘নাগাড়ে সঙ্গ ঢোল বাজে’ গানটিতে পা মেলাচ্ছেন। মাত্র তিন দিনে প্রায় ১৩ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর