আজ দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রশাসনিক ভবনে চলছিল মতবিনিময় সভা। এফিডিসির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে চলচ্চিত্র প্রযোজকদের এই মতবিনিময় সভায় হঠাৎ ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজের উপর চড়াও হন প্রযোজক মোহাম্মদ ইকবাল। এতে বিস্মিত হন অন্য প্রযোজকরা।
জানা যায়, এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন চলচ্চিত্রের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করতে আজ দুপুরে সভা আহ্বান করেন। দুপুর ১২টায় শুরু হওয়া ওই মতবিনিময় সভায় আমন্ত্রিত প্রযোজকেরা নিজেদের মতামত তুলে ধরেন। এক পর্যায়ে জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজ তার মতামত দিচ্ছিলেন। এমন সময় বেলা ১টা ৯ মিনিটে সভাকক্ষে প্রবেশ করেন প্রযোজক মোহাম্মদ ইকবাল। চেয়ারে বসেই তিনি আবদুল আজিজকে থামানোর চেষ্টা করেন। এরপর আবদুল আজিজ তাঁর বক্তব্য অব্যাহত রাখতে চাইলে সভাকক্ষের টেবিল চাপড়াতে থাকেন মোহাম্মদ ইকবাল। একপর্যায়ে তিনি দাঁড়িয়ে উচ্চ স্বরে কথা বলেন এবং আবদুল আজিজকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।
এদিকে হঠাৎ প্রযোজক ইকবালের আবির্ভাব এবং এমন আচরণে সভাকক্ষে উপস্থিত অন্য প্রযোজকেরা বিস্মিত হন। এসময় প্রযোজক নাদির খান, কামাল মো. কিবরিয়া লিপু, নায়ক ও প্রযোজক আলমগীর, প্রয়াত রাজ্জাকের ছেলে সম্রাট সভাস্থল ত্যাগ করেন।
এ ব্যাপারে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন বলেন, ‘হঠাৎ কেউ ঢুকে অপ্রত্যাশিত কিছু বলে ফেললে তো করার কিছু থাকে না। আমি সবাইকে শান্ত করার চেষ্টা করেছি।’
বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৭/হিমেল