হলিউডে সিনেমা বলতে মতো একটিই, ‘গন গার্ল’। কিন্তু আন্তর্জাতিক মডেলিংয়ের জগতে বেশ নাম রয়েছে এমিলি রাটাকওস্কির। ক্যামেরার সামনে স্বল্পবসনা হতে কখনও আপত্তি জানাননি তিনি। এমন নমুনাও প্রচুর রয়েছে ইনস্টাগ্রামে।
ইদানীং এমন ছবি একটু বেশিই পোস্ট করছেন আমেরিকান মডেল তথা অভিনেত্রী। কারণ ছুটি কাটাতে গিয়েছেন তিনি। মুক্তির এই স্বাদ যেন আরও বেশি করে পেতে চাইছিলেন। তাই পোশাক ছেড়ে সম্পূর্ণ অনাবৃত হয়েছেন। আবার সে ছবিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন।
ছবিটি বেশ নান্দনিকভাবেই পোস্ট করেছেন এমিলি। তবে নেটিজেনদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ নায়িকার সাহসী হওয়ার প্রশংসা করেছেন। আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় নগ্ন হওয়ার জন্য তাঁকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
তবে নিন্দা-প্রশংসার তোয়াক্কা না করেই ছুটি উপভোগ করছেন এমিলি। সম্প্রতি নিজের বিকিনি ব্র্যান্ড লঞ্চ করেছেন মডেল তথা নায়িকা। মনে করা হচ্ছে, তার প্রচারের জন্যই এভাবে নগ্ন ছবি দিয়ে নেটদুনিয়ার উষ্ণতা বাড়াচ্ছেন অভিনেত্রী।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/এনায়েত করিম