হলিউডের প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজক হার্ভে উইনস্টেইন গত তিন দশকে অন্তত আটজন নারীকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ উঠছে। তার বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ তুলেছেন অ্যাঞ্জেলিনা জোলি, ইভা গ্রিন, গেনিথ পাল্টোদের মতো অভিনেত্রীরা। যে কারণে প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য ওয়েইনস্টাইন কোম্পানি’ থেকে বিতাড়িত হয়েছেন হার্ভে।
হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যেসব চলচ্চিত্র অভিনেত্রী ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী কাদিয়ান নোবেল তাদের একজন। জানা যায়, নতুন ছবিতে অভিনয়ের প্রলোভন দিয়ে অভিনেত্রী কাদিয়ান নোবেলকে নিজের হোটেল স্যুটে ডেকে নেন হার্ভে। এক পর্যায়ে সেখান থেকে পালাতে চেষ্টা করেন অভিনেত্রী কাদিয়ান। কিন্তু তা টের পেয়ে তাকে বাথরুমে আটকে ফেলেন হার্ভে। এক পর্যায়ে হার্ভে ‘ওরাল সেক্সে’ আনন্দ দিতে বাধ্য করেন। কাদিয়ান নোবেলকে দিয়ে নিজের শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত বোলান। ‘মাস্টারবেট’ করান। এসব অভিযোগ এনে নিউইয়র্কের সাউদার্নে ডিস্ট্রিক্ট কোর্টে গতকাল সোমবার হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে ‘সেক্স ট্রাফিকিং’ মামলা করেছেন অভিনেত্রী কাদিয়ান নোবেল।
অভিনেত্রী নোবেল জানান, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবে যখন হার্ভে উইনস্টেইনের সাথে সাক্ষাত হয়, তখনই আমার সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলেন উইনস্টেইন।
উল্লেখ্য, জামাইকান বংশোদ্ভূত কাদিয়ান নোবেল। ২০১০ সালে যখন বৃটেনের নেক্সট টপ মডেল প্রতিযোগিতায় অংশ নেন, তখনই হার্ভে উইনস্টেইনের নজরে আসেন তিনি। কাদিয়ান নোবেল একজন সিঙ্গেল নারী।
বিডি প্রতিদিন/এ মজুমদার