অভিনয়ের পাশাপাশি নাচটাও বেশ ভালোই পারেন ভাবনা। 'ভয়ঙ্কর সুন্দর' এ অভিনেত্রী প্রায়ই বিভিন্ন নাচের অনুষ্ঠানে পারফর্ম করেন। কিন্তু যার উৎসাহে তিনি নাচ শিখেছেন, শিল্পী হয়ে উঠেছেন তাকেই নাচ দেখাতে পারেন না। কারণ আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছেন মিডিয়ায়।
এবার সেই প্রিয় মানুষটিকে নেচে দেখিয়েছেন। সেই মানুষটি ভাবনার মা রেহানা হাবিব। ফেসবুকে তিনিই মেয়ের নাচের ভিডিও আপলোড করেছেন। লিখেছেন, আমি এভাবেই মাঝে মাঝে জোর করি আমাকে নেচে দেখাতে, ছোটবেলায় যখন বলতাম সাথে সাথে নাচতো। এখন ৫০০ টাকার লোভ দেখালে একটু দেখায়...।
ভাবনা বলেন, আসলে আম্মুর জন্যই তো আমি নৃত্যশিল্পী হতে পেরেছি। যখন বাসায় থাকি, তখন মা নাচ দেখতে চায়।এবারও নাচ দেখতে চাইলো আম্মু। যে গানটায় নেচেছি সেটি আম্মুর পছন্দের একটি গান।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৭/ফারজানা