ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সল্টলেকে শুরু হচ্ছে ইন্ডিয়া ডেফ এক্সপো ২০১৭। ১১ থেকে ডিসেম্বর শুরু চার দিনের ওই কার্নিভ্যালের প্রথম দু’টি দিন রাখা হয়েছে শুধু চলচ্চিত্র প্রদর্শনী জন্য। দেখানো হবে দেশ-বিদেশের মোট ৪৫টি স্বল্পদৈর্ঘ্যের ছবি। প্রতিটিই বিশেষভাবে বধিরদের জন্য তৈরি। শুধু তা-ই নয়, প্রত্যেক পরিচালক ও কলাকুশলীও বধির।
ওই ৪৫টি ছবির প্রতিটিই নির্বাক বা ‘সাইলেন্ট’ গোত্রের। সাবটাইটেলের পাশাপাশি কয়েকটি ছবিতে থাকবে ‘সাইন ল্যাঙ্গোয়েজ’ বা সাঙ্কেতিক ভাষা। অর্থাৎ, ওই পদ্ধতিতেই কুশীলবেরা ভাব বিনিময় করবেন।
চার দিনের এই কার্নিভ্যালের উদ্যোক্তা ‘ডেফ লিডার্স ফাউন্ডেশন’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অব দ্য ডেফ’। উৎসবে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রীর মতো বিভিন্ন বিভাগে পুরস্কারও দেওয়া হবে।
জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ বলেন, 'দৃষ্টিহীনেরা দেখতে না পেলেও নিজেদের অন্তরে এক কল্পনার দৃশ্যমান জগৎ গড়ে তুলতে পারেন।বধির মানুষেরাও কিন্তু তাদের মতো করে শব্দের অনুধাবন বা ধারণা তৈরি করে নেন। তাদের কান অক্ষম হলেও মনে শব্দ বাজে।' সূত্র : আনন্দবাজার
বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর, ২০১৭/ফারজানা