থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে ধরে পেটানো হচ্ছে। রক্তাক্ত করা হলো। থানার ভেতরটা মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গেল। চট্টগ্রামের আনোয়ারা থানার ভেতরে ঢুকে এমন কাণ্ড ঘটালেন সাইমন সাদিক।
জানা গেল, ছবির নায়িকা মাহির বাসা চট্টগ্রামে। সেখানে গিয়ে থানায় গিয়ে এমন কাণ্ড ঘটাতে হচ্ছে, কেন? ছবির চিত্রনাট্যে রয়েছে এমন বলে জানা গেছে।
শনিবার থেকে এফডিসির এক নম্বর ফ্লোরে শুরু হয়েছে বদিউল আলম খোকন পরিচালিত 'আমার মা আমার বেহেস্ত' ছবির শুটিং। এই শুটিং চলবে রবিবার রাত পর্যন্ত।
সিনেমায় সাইমন ইয়ো ইয়ো টাইপ ছেলে। বেয়াড়া, বখাটে টাইপ। কিন্তু মায়ের প্রতি অসীম ভালোবাসা। মা সাইমনকে ঢাকায় এসে খুঁজতে থাকে। কিন্তু তাকে চিনতে পারে না। এমন চরিত্রে আগে অভিনয় বা এমন লুকেও তাকে দেখা যায়নি।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/আরাফাত