বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত ফের বিতর্কের কেন্দ্রে। তার ইনস্টাগ্রামে শেয়ার করা ছবি থেকেই যাবতীয় বিতর্কের শুরু। কারণ তার হাতে কনডম। একটি নয়, কনডমসহ দুটি ভিডিও পোস্ট করেছেন তিনি। আসলে কীভাবে লাইমলাইটে থাকতে হয়, সেটা বেশ ভালোই জানেন রাখি। বলিউডের ছবিতে ইদানীং তাকে দেখা না গেলেও, বিভিন্ন বিতর্কে বারবার শিরোনামে এসেছেন তিনি।
বিপাশা বসুর পর এবার রাখী সাওয়ান্তও কনডমের বিজ্ঞাপন করতে চলেছেন। বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাখি ইনস্টাগ্রামে তেমনই ভিডিও শেয়ার করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন, এই বিজ্ঞাপন শুটিং করছেন তিনি। তিনটি কনডমের প্যাকেট হাতে ধরে কনডমের ফ্লেভার নিয়েও বিভিন্ন তথ্য দিতে শোনা যাচ্ছে অভিনেত্রীর মুখ থেকে। রাখি জানিয়েছেন, কনডমের বিজ্ঞাপনের পর তার ইচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দশটি শহরে নাচের স্কুল খোলার।
বিডি প্রতিদিন/এ মজুমদার