বাংলাদেশের বেশ কয়েকজন পরিচালক তাদের পরবর্তী ছবিতে নায়িকা হিসেবে 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' নির্বাচিত জেসিয়া ইসলামের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু সব পরিচালকের কাছে একটাই দাবি জানিয়েছেন এই লাস্যময়ী। একমাত্র শাকিব খানের বিপরীতেই নায়িকা হতে রাজি তিনি।
এ প্রসঙ্গে জেসিয়া জানান, “শাকিব খান দেশের সেরা নায়ক। তাই আমার প্রথম ছবি তার সঙ্গে হওয়া উচিত। এতে প্রথম কাজটি স্মরণীয় হয়ে থাকবে। আমি এমনিতে শাকিবের ভক্ত। বেশ কিছু ছবি দেখেছি। শাকিব খানের ‘শিকারি’ ও ‘নবাব’ দেখে বেশি ভালো লেগেছে। আশা করছি, আমার ঢালিউডযাত্রা তার সঙ্গেই হবে। ”
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর