এবার নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ছবির নাম ‘নোলক’। এটি পরিচালনা করছেন রাশেদ রাহা। আসিফের গাওয়া এ ছবির গানের শিরোনাম হলো ‘শীতল পাটি’। গানটিতে ঠোঁট মেলাতে দেখা যাবে শাকিব খানকে। তার বিপরীতে অভিনয় করেছেন ববি।
‘শীতল পাটি’ গানটি লিখেছেন ফেরারী ফরহাদ। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। এরই মধ্যে এ গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ।
এ প্রসঙ্গে আসিফ বলেন, গানের কথাগুলো অনেক সুন্দর। আমার বেশ মনে ধরেছে। আর সেজন্যই গানটি গেয়েছি। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।
বিডি প্রতিদিন/৪ ডিসেম্বর ২০১৭/হিমেল