বলিউডে হালের সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। বলিউডে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। আর বলিউডের আইটেম গান মানেই তার গ্লামার উপস্থিতি। সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর সিনেমা 'তেরা ইন্তেজার'। এরই মধ্যে নতুন মিশনের প্রস্তুতি নিতে শুরু করেছেন এ অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, একটি তামিল সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সানি। কিন্তু এতে নিজের আবেদনময়ী ইমেজ ভেঙে সম্পূর্ণ ভিন্নরূপে হাজির হবেন তিনি। ঐতিহাসিক ঘরানার এ সিনেমাটির জন্য ১৫০ দিন বরাদ্দ করেছেন সানি।
এ প্রসঙ্গে সানি বলেন, ‘আমি নিশ্চিত, এই সিনেমার পর আমার ভাবমূর্তি সম্পূর্ণ পাল্টে যাবে। আমি সবসময়ই অ্যাকশন সিকোয়েন্স করতে পছন্দ করি। আমি এই ধরনের একটি চিত্রনাট্যের জন্য এতদিন অপেক্ষা করছিলাম এবং ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছি।’
তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় নির্মিতব্য সিনেমাটির শুটিং আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে।
বিডিপ্রতিদিন/ ০৪ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান