দিপু (সজল) সম্প্রতি ছ্যাঁকা খেয়ে সিদ্ধান্ত নেন আত্মহত্যা করবেন। যেদিন সে ডিটারমাইন্ড আত্মহত্যা করবে তখনই এক মেয়ের (তিশা) ফোন!। মেয়েটি দিপুর কোনো কথা শুনতে চায়না।সে দিপুকে তার প্রেমিক মনে করে এবং এমন কঠিন কিছু শর্ত দেন যে, দিপু কমলাপুর স্টেশনে তাকে আনতে না গেলে মেয়েটি আত্মহত্যা করবে। বাদ্য হয়ে মেয়েটিকে রিসিভ করে দিপু। তখন মেয়েটির ভুল ভাঙ্গলেও দিপু তাকে রেখে আসতে পারেনা।
‘সেই তো আবার কাছে এলে’ টেলিফিল্মে মেয়েটিকে ঘিরে ঘটতে থাকে একের পর এক ঘটনা...। সুস্ময় সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন শহীদ আলমগীর।
প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সজল ও তানজিন তিশা। বুধবার চ্যানেল আইতে বিকেল ৩টা ৫ মিনিটে টেলিফিল্মটি প্রচারিত হবে।
বিডিপ্রতিদিন/ ৫ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান