কিছু দিন ধরেই তাঁরা একসঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির প্রচার করছেন। কিন্তু প্রচারের সঙ্গে সঙ্গে আবেগের পারদও যে চড়ছে।
এক রিয়্যালিটি শো'র অতিথির আসনে সালমান ও ক্যাটরিনা পাশাপাশি বসেছিলেন। সালমান খানের ‘তেরে নাম’ গানটির সঙ্গে নাচছিল এক খুদে প্রতিযোগী। খুদে প্রতিযোগীর প্রাণঢালা পারফরম্যান্স দেখে ক্যাটরিনা ভেসে গেলেন চোখের পানিতে।
এরপর সব ফেলে তার মুখে হাসি ফোটাতেই ব্যস্ত হয়ে পড়লেন সলমন খান। এমন সব কাণ্ড করলেন যে, হাসিতে গড়িয়ে পড়লেন ক্যাটরিনা। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিই কি তবে ফিরিয়ে আনছে হারিয়ে যাওয়া প্রেম। সময়ই বলে দেবে সবকিছু।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর