বলিউড অভিনেতা আমির খানের ছবি মানেই ব্যতিক্রম কিছু। আর দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিতে এবার থাইল্যান্ডের জঙ্গলে মঙ্গলের খোঁজে আমির খান-ফাতিমা সানা শেখ ও অমিতাভ বচ্চন।
সম্প্রতি প্রয়াত অভিনেতা শশী কাপুরকে চিরবিদায় জানিয়ে ‘থাগস অব হিন্দোস্তান’ ছবির শুটিংয়ের জন্য থাইল্যান্ডে পাড়ি দিয়েছেন তারা।
জানা গেছে, থাইল্যান্ডের জঙ্গলে নাকি শিহরণ জাগানো অ্যাকশন দৃশ্যে অংশ নেবেন এই তিন তারকা।তবে শুটিংয়ের ব্যাপারে এখন পর্যন্ত এর চেয়ে বেশি খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে প্রযোজনা সংস্থাটি কঠোর গোপনীয়তা অবলম্বন করছে।
এদিকে ছবির আরেক নায়িকা ক্যাটরিনা কাইফ এই মুহূর্তে ব্যস্ত তাঁর ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির প্রচারণা নিয়ে। ছবিটি মুক্তির পরই ক্যাট ‘থাগস অব হিন্দোস্তান’ ছবির শুটিং করতে থাইল্যান্ডে যাবেন। আগামী বছর ৭ নভেম্বর ছবিটি মুক্তি পাবে।
বিডিপ্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান