শাকিব খান-ববি জুটির নতুন ছবি 'নোলক' এর প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। বর্তমানে ভারতের হায়দরাবাদে শ্যুটিং চলছে ছবিটির। রোমান্টিক ঘরানার এ ছবিটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা রাশেদ রাহা।
নভেম্বর মাসে মহরতের মধ্য দিয়ে শুরু হয় ‘নোলক’ ছবির কাজ। মহরতে কলাকুশলীদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি কেক কেটে ছবির মহরত ঘোষণা করেন।
ছবির মহরতে শাকিব-ববি
‘নোলক’ ছবির কাহিনীতে উঠে আসবে দুই পরিবারের দীর্ঘ বছরের ঐতিহ্য। ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট।এরইমধ্যে ছবির গানের কাজ শেষ বলে জানিয়েছেন পরিচালক। ছবিটিতে শাকিব-ববি ছাড়াও আরও দেখা যাবে ওমর সানী-মৌসুমীকে।
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা