‘আমি তোমার হতে চাই’ ছবির সাফল্যের পর প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলোজিসের ব্যানারে নির্মিত অনন্য মামুনের সিনেমা ‘বন্ধন’ এর ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে।
রোমান্স, রোমাঞ্চ, বন্ধুত্ব আর তারুণ্যে উদ্দীপ্ত পাঁচ বন্ধুর বন্ধুত্ব নিয়ে নির্মিত এ সিনেমাটির ফার্স্ট লুক ইউটিউভে আজ ৭ ডিসেম্বর প্রকাশিত হয়।
ছবিটিতে শিপন, স্পর্শিয়া, জন, তনময়, কাজী উজ্জল, ইভান ও অ্যামিয়া অ্যামি মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া ছবিতে আরো অভিনয় করছেন ডন, ইভার সাইর, মিশা সওদাগর প্রমুখ।
ছবিটি ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন