কিংবদন্তী অভিনেতা খলিল উল্লাহ খানের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি স্মরণে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল।
২০১৪ সালের এই দিনে ৮০ বছর বয়সে গুণী এই অভিনেতার মৃত্যু হয়। কলিম শরাফী ও জহির রায়হান পরিচালিত ‘সোনার কাজল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হন খলিল। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার