শ্রোতাপ্রিয় শিল্পী সুস্মিতা আনিসের রোমিন্টক ধাঁচের গান 'কেউ জানুক আর নাই জানুক' চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছিল। ইতোমধ্যেই গানের মিউজিক ভিডিওটি ইউটিউবে ৫০ লাখের বেশি দর্শক দেখেছেন।
গানটি ৫০ লাখ দর্শক উপভোগ করায় গানটির শিল্পী সুস্মিতা আনিস শ্রোতা দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন,' শ্রোতাদের জন্য গান। তারা গান ও এর মিউজিক ভিডিও উপভোগ করেছেন। এটা একজন শিল্পী হিসাবে আমার কাছে অত্যন্ত মর্যাদার।'
'কেউ জানুক আর নাই জানুক' গানে সুস্মিতার সহশিল্পী ছিলেন মোহাম্মদ শোয়েব। সঙ্গীত পরিচালক অদিত রহমান। ভিন্নধর্মী প্রেমের গল্প নিয়ে সাজানো মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন লাক্স ফটো সুন্দরী মেহজাবীন এবং অভিনেতা অপূর্ব। গানটি ইউটিউবে সুস্মিতা আনিস চ্যানেলে শোনা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর