‘মা হতে চাই!’ সোশ্যাল সাইটেই নিজের এমন ইচ্ছার কথা জানালেন ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’ সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসনান্দানি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টগ্রামে ভাইপোর ছবি পোস্ট করে স্বামীকে ট্যাগ করেন অনিতা। সেই ছবির ক্যাপশানেই অভিনেত্রী তার ইচ্ছার কথা জানান।
বলিউড দুনিয়ার অন্যতম নজরকাড়া জুটি অনিতা হাসনান্দানি এবং রোহিত রেড্ডি। চার বছর আগে রোহিত রেড্ডির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুখী দাম্পত্য জীবনের অন্যতম উদাহরণ এই জুটি।
কয়েকমাস আগেই অনিতার গর্ভবতী হয়ে পরার একটি গুজব শোনা যাচ্ছিল কানাঘুষো। কিন্তু সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তারা জানিয়ে দিয়েছিলেন যে, এটি একেবারেই মিথ্যা। অবশেষে এবার প্রকাশ্যে মা হওয়ার কথা জানালেন অনিতা।
বিডি-প্রতিদিন/০৯ ডিসেম্বর, ২০১৭/মাহবুব