কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের কারণে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হুমকির মুখে ভারত ত্যাগ করেন বলিউডে অভিনয় করা কয়েকজন পাকিস্তানি তারকা। তাদের মধ্যে ছিলেন বলিউড অভিনেতা ফাওয়াদ খানও।
হঠাৎ বলিউড তারকার এমন ভারত ত্যাগে হৃদয় ভেঙেছিল তার লাখো ভক্তদের। তবে আশার খবর হলো আবারও ভারতে ফিরছেন তিনি। তবে এবার আর বড় পর্দায় নয়। তাকে দেখা যাবে ওয়েবসিরিজে। সেখানে আর তাকে কারও হুমকির মুখে পড়তে হবে না।
ভারতীয় গণমাধ্যমে নতুন খবর, শোনা যাচ্ছে ভারতের কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলেছেন ফাওয়াদ। তাকে একাধিক ওয়েবসিরিজের অফার দেওয়া হয়েছে। সেই প্রস্তাবে অবশ্য ফাওয়াদের কাছ থেকে পুরোপুরি সম্পতি পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব