মাসুম রুবেলের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'কাঁচের পুতুল' এ অভিনয় করেছেন ছোট পর্দায় জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও নাদিয়া খানম।
এ প্রসঙ্গে নির্মাতা মাসুম রুবেল বলেন, স্বাভাবিক জীবনের একটি অপরিচিত গল্পের চলচ্চিত্র ‘কাঁচের পুতুল’। দু’টি মনের নিশ্চুপ ভালোবাসার চিত্র এতে তুলে ধরার চেষ্টা করেছি। চলচ্চিত্রটি সবার ভালো লাগলেই আমরা সার্থক হবো।
রাহাত বাপ্পির মূল ভাবনায় স্বল্পদৈর্ঘ্যটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিশির সিক্ত। এতে আরও অভিনয় করেছেন নবাগত শুভ্র বিশ্বাস।
গত রবিবার টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ভিডিও গান ‘চোখের জল’। কথা লেখার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ নাফিস। রাকিব মিডিয়াটাচ প্রডাকশনের ব্যানারে একই চ্যানেলে ২৫ ফেব্রুয়ারি ‘কাঁচের পুতুল’ প্রকাশ পাবে।
বিডিপ্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান