বলিউডের ফিমেল সুপারস্টার খ্যাত অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর তৃতীয় দিন পেরিয়ে গেছে। কিন্তু এখনো তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেনি দুবাই পুলিশ। মূলত পুলিশের ফরেনসিক প্রতিবেদনে শ্রীদেবীর দেহে অ্যালকোহলের আলামত ও বাথটাবের পানিতে ডুবে মৃত্যু হয়েছে উল্লেখ করার পর এ জটিলতা সৃষ্টি হয়েছে।
ইতোমধ্যে মামলাটি পুলিশের পক্ষ থেকে দুবাই পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে ছাড়পত্র পেলেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে প্রসিকিউশন ও দুবাই পুলিশ বলছে, যেহেতু শ্রীদেবীর মৃত্যুর বিষয় নিয়ে রহস্য ও জটিলতা সৃষ্টি হয়েছে তাই শতভাগ নিশ্চিত হয়ে তারা মরদেহ হস্তান্তর করতে চায়। এই কেসটি খুব স্পর্শকাতর হবার কারণে তারা কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না।
উল্লেখ্য, মোহিত মারওয়ার বিয়েতে কাপুর পরিবারের সবাই উড়ে গিয়েছিলেন দুবাই। অনুষ্ঠান শেষে অন্যান্যরা ফিরে এলেও বনি কাপুর, শ্রীদেবী ও ছোট মেয়ে খুশি সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার রাতে শ্রীদেবীর একটি নৈশভোজের নিমন্ত্রণ ছিল। কিন্তু সেখানেও তিনি যাননি। এদিন রাতেই বাথরুমে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ তারকা।
১৯৬৭ তে চার বছর বয়সে শিশু শিল্পী হিসেবে তামিল ছবি থুনাইয়াভানে প্রথম অভিনয়। বলিউডে অভিনেত্রী হিসেবে ১৯৭৯ ষোলবা সাভন ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। হিম্মতওলায়া জিতেন্দ্র সঙ্গে অভিনয় করে তাক লাগিয়ে দেন শ্রীদেবী। এরপর একের পর এক ব্লকবাস্টার সিনেমার স্টার তিনি। দীর্ঘ পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে শ্রীদেবী ৩০০ সিনেমায় কাজ করেছেন। যার মধ্যে মি. ইন্ডিয়া, চাঁদনী, চালবাজের মতো জনপ্রিয় মুভিগুলোও রয়েছে।
বিডিপ্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান