যুগের সঙ্গে বদলাচ্ছেন তারকারাও। বড়পর্দার মোহ ত্যাগ করে এবার ডিজিটালে আগ্রহী হয়ে উঠছেন তারকারা। সাইফ আলি খানের পর এবার ওয়েব দুনিয়ায় হাজির হলেন হৃত্বিক রোশান। বিষয় সায়েন্স ফিকশন।
শোনা যাচ্ছে, পুরোপুরি আলাদা রূপে ওয়েব দুনিয়ায় হাজির হবেন রোশন পুত্র। কিন্তু সেই পরিবর্তনের বিষয়ে মুখ খুলতে নারাজ এই সুপারস্টার। এদিকে ‘সুপার ৩০’ জন্যও নিজেকে বদলে ফেলেছেন এই নায়ক। ছক ভেঙে একেবারে অন্যরূপে সামনে এলেন গ্রীক দেবতা। নায়কের এই ডি-গ্ল্যাম লুক এখন সাইবার দুনিয়ায় হটকেক।
২০০২ সালে ‘সুপার ৩০’র অভিযান শুরু করেছিলেন আনন্দ কুমার। উদ্দেশ্য ছিল দুঃস্থ পরিবারের মেধাবি পড়ুয়াদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া। আর আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপযুক্ত করে তোলা।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর