আজ তার যে নাম, যশ, প্রতিপত্তি সবই সিনেদুনিয়ার দৌলতে। তবে অভিনয় ছাড়াও, অন্য এক পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যা তিনি নিজের জন্য নয়, অন্যের জন্য করতেন। ছবি আঁকতে খুব ভালোবাসতেন এই নায়িকা।
সময় পেলেই বসে পড়তেন রঙ তুলি নিয়ে। ক্যানভাসে আঁকা সেসব ছবি বাজারে বিক্রি হত চড়া দামে। যা বিভিন্ন চ্যারিটির কাজে ব্যয় করতেন অভিনেত্রী। খবর অনুযায়ী, আগামী মাসে দুবাইতে শ্রীদেবীর আঁকা ছবির অকশন ছিল।
যার জন্য দুটি পেন্টিং করেছিলেন তিনি। একটি মাইকেল জ্যাকসনের। অন্যটি সোনম কাপুরের।ছবির দাম ছিল ৮ থেকে ১০ লাখ টাকা।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর