বলিউড অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যু ভারতের সিনেমাজগতকে শোকস্তব্ধ করে দিয়েছে। ভারতজুড়ে অগনিত অনুরাগী শ্রীদেবীর চলে যাওয়া মেনে নিতে পারেননি। সেই তালিকায় রয়েছেন সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন প্রিয়া প্রকাশ ভেরিয়ারও।
ছবি মুক্তি পাওয়ার আগেই সকলের মন কেড়ে নিয়েছেন প্রিয়া। শ্রীদেবীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন এই উঠতি তারকা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শ্রীদেবীর প্রতি অন্তিম শ্রদ্ধা জানিয়েছেন প্রিয়া।
ভিডিওতে প্রিয়াকে ‘কাভি আলবিদা না ক্যাহেনা’ গান গাইতে শোনা গেছে। করণ জোহরের সিনেমার এই নামের সিনেমার গান গেয়ে শ্রীদেবীকে শ্রদ্ধা জানিয়েছেন প্রিয়া। তার ক্যাপশনে লিখেছেন, ‘‘ইতিহাস কখনও বিদায় বলে না। ইতিহাস বলে, আবার দেখা হবে।’’
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর