আগামী ২ মার্চ মুক্তি পাচ্ছে আনুশকা শর্মা প্রযোজিত 'পরি' ছবিটি। এতে তিনি অভিনয়ও করেছেন। ছবিটি পরিচালনা করছেন বাঙালি নির্মাতা প্রসিত রায়। সুরকারও বাঙালি, অনুপম রায়। ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাবরী চক্রবর্তী ও রজত রায়সহ বেশ কয়েকজন বাঙালি শিল্পী কাজ করেছেন। তাই স্বাভাবিকভাবে সেটের পরিবেশটা পুরোপুরি হিন্দি সেটের মতো ছিল না। আর তাতে রেগে যেতেন নায়িকা-প্রযোজক আনুশকা শর্মা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরমব্রত নিজেই জানিয়েছেন সেটি। তিনি বলেন, 'আনুশকা রেগে যেত! বলত, আমরা কি বাংলা ছবি করছি?' নির্মাতা প্রসিত রায় বলেন, আমি তো বাংলা বলা থেকে নিজেকে নিয়ন্ত্রণই করতে পারতাম না, 'বিশেষ করে দুশ্চিন্তার সময়। পরমের সঙ্গে আমি হিন্দিতে কথা বলব? হয় নাকি!' আনুশকা তার প্রতিশোধ নিতেন জানিয়ে পরমব্রত বলেন, 'যখনই পার্টি করতাম, শুধু পাঞ্জাবি গান চলত!'
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা