এটি সত্যিই একটি যুগের শেষ। এখনো অবিশ্বাস্য লাগছে শ্রীদেবী আর নেই। মাত্র কয়েকদিন আগে তাকে নাচতে দেখা গিয়েছিল ভাগ্নে মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে। তার মৃত্যুর খবর বিশ্বাস করাটাই অনেকের কাছে কষ্টকর ছিল।
কিন্তু সত্যিটা হল শ্রীদেবী সবাইকে ছেড়ে চলে গেছেন। তাকে শেষবার বড় পর্দায় দেখা যাবে শাহরুখ খানের 'জিরো' ছবিতে। এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি।
মৃত্যুর পর শ্রীদেবীর করা শেষ বিজ্ঞাপনটি প্রচারিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে সেটি। বাড়ির চিরচেনা লক্ষী মা শ্রীদেবীকে এখানে নাচতে, গাইতে দেখা গেছে।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা