জাতীয় আর্কাইভে প্রয়াত সাংবাদিকদের নিয়ে কাজ করার দাবি জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। এফডিসি জহির রায়হান কালার ল্যাব প্রজেকশন হলে মঙ্গলবার বাচসাসের স্মরণসভায় এ দাবি জানানো হয়।
সভায় প্রয়াত পাঁচ সদস্য জয়নাল আবেদীন, গাজী শাহাবুদ্দিন আহমেদ, মাসুদুল হক, সাযযাদ কাদির ও জুটন চৌধুরীকে নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন বাচসাস এর সাবেক সভাপতি রফিকুজ্জামান।
বক্তব্য দেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাচসাস সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, প্রয়াত মাসুদুল হকের কন্যা ও প্রযোজক নিশা তাসনীম শেখ।
সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাচসাস সভাপতি আবদুর রহমান। সভায় বাচসাস এর সদস্যদের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতি।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা