শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে হাজির হয়েছেন অসংখ্য অনুরাগীদের সাথে তারকারা।
বুধবার সকালে সবার আগে স্পোর্টস ক্লাবে পৌঁছে প্রযোজক-পরিচালক করণ জোহর। এরপর আসেন শ্রীদেবীর দেবর সঞ্জয় কাপুর।
বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে লোখণ্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের রাস্তার দু'ধারে।
তারপর একে একে শ্রদ্ধা জানাতে আসেন, শাহরুখ খান, অজয় দেবগণ, সুস্মিতা সেন, মাধুরী দীক্ষিত, হেমা মালিনী, এষা দেওল এবং সুভাষ ঘাই, আদিত্য ঠাকরে, আরবাজ খান, ফারহা খান, সোনম কাপুরসহ একাধিক শিল্পী ও কলাকুশলীরা।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত