বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে। প্রথমে জানা যায় হার্ট অ্যাটাকে শ্রীদেবীর মৃত্যু হয়েছে। কিন্তু ময়নাতদন্তের পর জানা গেল হৃদরোগ নয়, বাথটবের পানিতে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। তবে মৃত্যুর এই কারণটা মেনে নিতে পারছেন অনেকে। এদের মধ্যে রয়েছেন ভারতের প্রবীণ সাংবাদিক এস.বালাকৃষ্ণণ। তিনি প্রশ্ন তুলেছেন ৩ ফুট গভীর পানিতে কেউ কীভাবে ডুবে যেতে পারে? এজন্য শ্রীদেবীর মরদেহের পুনরায় ময়নাতদন্তের দাবি জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে চিঠি দিয়েছেন প্রবীণ এই সাংবাদিক।
এমনকি মাতাল হওয়ার মতো অ্যালকোহলও শ্রীদেবীর শরীরে পাওয়া যায়নি। তাহলে এতটা বেসামাল তিনি কীভাবে হলেন, প্রশ্ন বালাকৃষ্ণণের।
এদিকে, শ্রীদেবীর মৃত্যুতে শোকে পাথর হয়ে পড়েছে বলিউডসহ গোটা ভারত। মঙ্গলবার রাতে দুবাই থেকে মুম্বাইয়ে আনা হয়েছে অভিনেত্রীর মরদেহ। শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে এজন্য বুধবার সকাল থেকে মুম্বাইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে বলিউড তারকাদের ঢল নামে। সূত্র: এবিপি আনন্দ
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব