১৯৬৩ সালের ১৩ আগস্ট জন্ম হয় শ্রীদেবীর। উইকিপিডিয়ায় দেওয়া তথ্য অনুসারে মৃত্যুকালে বলিউডের এই অভিনেত্রীর বয়স ৫৪ বছর। কিন্তু দুবাই সরকারের দেওয়া এমবামিং সার্টিফিকেটে শ্রীদেবীর বয়স ৫২ বছর হিসাবে উল্লেখ করা হয়েছে।
গালফ নিউজ প্রকাশিত সেই সার্টিফিকেট ভারতীয় সংবাদ মাধ্যমের হাতে এসে পৌঁছতেই ফের তৈরি হয়েছে বিতর্ক। শ্রীদেবীর ডেথ সার্টিফিকেট-এ বানান ভুল নিয়ে এর আগেই ভ্রূ কুঁচকেছেন অনেকে। এবার এমবামিং সার্টিফিকেটে শ্রীদেবীর বয়স ৫২ দেখে অনেকেরই প্রশ্ন, কীভাবে এমন ভুল হচ্ছে এবং তা নজরেও আসছে না কেন?
হার্ট অ্যাটাকে বলিউড ডিভা শ্রীদেবীর মৃত্যুর খবরে শনিবার সকালে হৃদয় ভেঙেছিল ভারতের ১৩০ মানুষের। এরপর ময়নাতদন্তের পর জানা গেল হৃদরোগ নয়, বাথটবের পানিতে ডুবেই শ্রীদেবীর মৃত্যু হয়েছে (যদিও মৃত্যুর এই কারণ নিয়েও অনেকে নানা প্রশ্ন তুলছে)। এরপর দুবাই থেকে আম্বানিদের বিশেষ চার্টাড বিমানে গ্রিন পার্কের বাসগৃহে ফেরান হয় নায়িকার মরদেহ। বুধবার লোখন্ডওয়ালার ভিলে পার্লে শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এরই মধ্যে বয়স বিতর্কে ফের শিরোনামে শ্রীদেবী। সূত্র: জি নিউজ
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব