শ্রীদেবী অভিনীত মি. ইন্ডিয়া ছবিটির কথা নিশ্চয়ই মনে আছে চলচ্চিত্র প্রেমীদের। ১৯৮৭ সালের ২৯ মে ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিটির একটি অংশে চার্লি চ্যাপলিনের চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী। যা রীতিমতো অবাক করার মতো। চার্লি চ্যাপলিনকে বেশ সাবলীলভাবেই তুলে ধরেন বলিউডের হাওয়াই হাওয়াই।
ওই সিনেমায় অনিল কাপুরের বিপরীতে শ্রীদেবীর রোমান্সেও মুগ্ধ হয়েছিল গোটা বলিউড। কারণ এতেই 'হাওয়াই হাওয়াই' ও 'করতে হাম পেয়ার মি. ইন্ডিয়াসে'র মতো জনপ্রিয় গানগুলোতে নজড় কাড়েন শ্রীদেবী।
বক্স অফিসে বেশ আয় করেছিল সিনেমাটি। ওই সময়ে ১২০ মিলিয়ন রুপি আয় করে সিনেমাটি। যার বর্তমান অর্থমূল্য ১.১ বিলিয়ন রুপির সমান।
দেখুন চার্লি চ্যাপলিনের চরিত্রে শ্রীদেবীর সেই ভিডিও-
বিডি প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৮/ই জাহান