বলিউডের অন্যতম আলোচিত সিনেমা ফ্রাঞ্চাইজি বাঘি। প্রথম ছবিতে সফলতা পাওয়ার পর সিনেমাটির দ্বিতীয় সিক্যুয়েল নির্মিত হয়েছে। এতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেছেন তার প্রেমিকা দিশা পাটানি।
শুরু থেকেই ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে। পোস্টার আর টিজার-ট্রেলারেই অর্ধেক বাজিমাত করেছে বাঘি-২। এবার রিলিজ হলো ছবিটির প্রথম গান। আর তাতেই পুরো চমক দেখিয়েছেন দিশা ও টাইগার।
ছবিটির প্রথম গান 'মুন্দিয়া'। যা ধারণা করা হয়েছিল, তা-ই। বিখ্যাত ভারতীয় ভাঙড়া গায়ক, গীতিকার ও কম্পোজার লাভ জানজুয়ার সুপারহিট ভাঙড়া নাম্বার 'মুন্দিয়া তো বাচ কে'র রি-মিক্স এটা। দেশি পার্টি নাম্বার এর মতো করে করা হয়েছে এই মুম্বাইয়া কম্পোজিশনটি।
গানটি নতুন করে লেখা হয়েছে। নতুন কথা সাজিয়েছেন গিনি দিওয়ান আর রি-কম্পোজ করেছেন সন্দ্বীপ শিরোদকার। কোরিওগ্রাফি করেছেন রাহুল শেট্টি। দারুণ এই পার্টি নাম্বারটি সবার ভালো লাগবে বলে আশা করছে সংশ্লিষ্ট সবাই।
বিডি প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৮/ই জাহান