নানান রঙে রঙিন আজ আকাশ। দিনের আলোয় তারারা আজ চমকাচ্ছেন লাল, হলুদ, নীল সাত রামধনু রঙে। এমন দিনে ঘরের কোণে বসা মানা। তাইতো বান্ধবীকে বাসন্তী রঙে রাঙিয়ে দিলেন জনপ্রিয় নায়ক দেব। সদ্য নিজের ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে রুক্মিনীকে লুকিয়ে রঙ মাখিয়ে দেন দেব। তারপর দুইজনে মিলে ফ্যানদের হোলির শুভেচ্ছা জানান।
‘ককপিট’-এর পর আবার একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন দেব ও রুক্মিনী। ছবির নাম ‘কবীর’। ২০০৬ সালে ঘটে যাওয়া মুম্বাই ট্রেন ব্লাস্টকে কেন্দ্র করেই আবর্তিত হবে এই সিনেমা।
জানা গেছে, এ ছবির কাহিনি সন্ত্রাসবাদের উপর। মুম্বাই বিস্ফোরণকে মাথায় রেখেই অনিকেত ছবির গল্প লিখেছেন।
২০১৩ সালে ইন্দো-নেপাল বর্ডার থেকে ভারতীয় ইন্টেলিজেন্সের হাতে গ্রেফতার হওয়া ভারতীয় মুজাহিদ্দিনের প্রতিষ্ঠাতা ইয়াসিন ভটকলকে নিয়েই সম্ভবত গল্পের সূত্রপাত।
দেব বলেন, “অনিকেতদার গল্প শুনে দারুণ লেগেছে। এতটাই জীবন্ত বিষয় যে, সবাই বুঝতে পারবে।”
দেবের প্রোডাকশন হাউসের তৃতীয় সিনেমা ‘কবীর’। জানা গেছে, ‘কবীর’-এর বাজেট প্রায় সাড়ে তিন কোটি টাকা। অনিকেত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেকদিন ধরেই কাজের কথা চলছিল দেবের। অবশেষে কবীরের হাত ধরে সেই ভাবনা বাস্তবায়িত হতে চলছে।
চলতি বছর পয়লা বৈশাখে পর্দায় মুক্তি পাবে দেব-রুক্মিণী এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত ‘কবীর’।
দেব-রুক্মিনীকে রঙ মাখানোর ভিডিও দেখতে ক্লিক করুন : https://twitter.com/idevadhikari/status/969105451315900416/video/1
বিডি প্রতিদিন/০১ মার্চ ২০১৮/এনায়েত করিম