নিষিদ্ধ খেলা ‘ব্লু হোয়েল’। আর এই নিষিদ্ধ অভিযানে মেতেছেন টলিউড পরিচালক অনির্বান গুহ। তবে ‘ব্লু হোয়েল’ খেলছেন না পরিচালক। আসলে এই গেম নিয়ে ১২ মিনিটের একটি ছবি বানিয়ে ফেলেছেন তিনি।
ডিপ্রেশন কাটাতে বেশীরভাগ মানুষেরই সুইসাইডের পথ বেঁছে নেয়৷ কেউ এই শব্দের গাঁ ছুঁয়ে বেড়িয়ে আসে, কেউবা আবার ঢোলে পড়ে মৃত্যুর কোলে৷ ইদানিং এই সুইসাইডকে গেমও রূপান্তর করেছে জেন ওয়াইরা৷ ব্লু হোয়েল মারণ গেম সম্পর্কে অবগত গোটা দুনিয়া৷
আর এই ব্লু-হোয়েল মারণ গেমে আসক্ত তরুণদের একাংশ৷ এই মারণ গেমের পরিনতি কি হতে পারে তাই নিয়ে অনির্বান গুহের আগামী শর্ট ফিল্ম ‘ব্লু হোয়েল’৷ অভিনয় করছেন দর্শণা বনিক এবং সত্রাজিৎ সরকার৷ এই ছবির পরিচালক জানাচ্ছেন, ছবির নাম ‘ব্লু হোয়েল’ হলেও শুধুমাত্র এই একটি বিষয় থাকছে না ছবিতে। এই ছবিটিতে দেখানো হবে যুবসমাজ কীভাবে মারণ জিনিসে আসক্ত হচ্ছে৷”
অভিনেত্রী দর্শণা বনিকের মতে, “ছবিটি একটু ডার্ক, বর্তমান সমাজের সমস্যাগুলি নিয়ে৷ ছবিটি দেখে একজন, দুজনও যদি সাহায্য পায় তাহলে বুঝবো আমাদের চেষ্টাটা সফল হয়েছে৷”
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর