বলিউড নির্মাতা করণ জোহর খুবই উৎসবপ্রেমী। বছর জুড়ে সব উৎসবই তিনি ধুমধামের সঙ্গে পালন করেন। শুধু হোলিটা ছাড়া। সম্প্রতি 'ইন্ডিয়া নেক্সট সুপারস্টার'এ করণ জানান, রঙের এ উৎসব তার খুবই অপছন্দের। আর এর পিছনে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনেরও কিছু ভূমিকা আছে।
রাজ কাপুর স্টুডিও এবং অমিতাভ বচ্চনের বাসায় আয়োজিত হোলি পার্টি অনেক আগ ধরেই বিখ্যাত। মুম্বাইয়ের বেশিরভাগ বড় বড় তারকারা হোলিতে মাততে এই দুই জায়গাকেই বেছে নেন। শৈশবে একবার করণ জোহরও উপস্থিত হন অমিতাভ বচ্চনদের বাসায়। সেখানে গিয়েই তিনি জানান, রঙ দিয়ে হোলি খেলতে তার ভালো লাগে না। কথা শেষ করতে পারেননি। মধ্যখানে অভিষেক বচ্চন এসেই তাকে ধাক্কা মেরে রঙ ভর্তি পুলে ফেলে দেন। তখন থেকে হোলি খেলাই বন্ধ করে দেন করণ জোহর। সূত্র : হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/২ মার্চ, ২০১৮/ফারজানা