বলিউডে শ্রীদেবীর ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট ছিল 'হিম্মতওয়ালা' সিনেমাটি। রাঘবেন্দ্র রাও পরিচালিত সিনেমাটিতে জিতেন্দ্রের বিপরীতে অভিনয় করেন বলিউডের হাওয়াই হাওয়াই খ্যাত অভিনেত্রী শ্রীদেবী। বলতে পারেন, শ্রীদেবীকে বলিউডে পায়ের তলায় শক্ত জমি এনে দিয়েছিল হিম্মতওয়ালা। কিন্তু সেই হিম্মতওয়ালার অফার প্রথম গিয়েছিল ওই সময়ের আরেক হার্টথ্রব অভিনেত্রীর কাছে।এই ছবি আসলে তাঁর করারই কথা ছিল না। কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন।
দক্ষিণী শ্রীদেবীর বলিউডে পা রাখা ১৯৭৮-এ, সোলভা শাওন ছবির হাত ধরে। কিন্তু ৫ বছর পরের হিম্মতওয়ালা তাঁকে এনে দেয় প্রথম বাণিজ্যিক সাফল্য। তারপর থেকে তাঁর ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী হয়।
ছবিটি প্রথম যায় রেখার কাছে। কিন্তু জিতেন্দ্র জানিয়েছেন, সে সময় রেখার হাতে অন্য ছবি ছিল তাই হিম্মতওয়ালার অফার নিতে পারেননি তিনি। তখন নির্মাতারা দ্বারস্থ হন শ্রীদেবীর, বাকিটা ইতিহাস।
বিডিপ্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৮/ ই জাহান