‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি’ ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয়ের জন্য এবারের অস্কারের সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন স্যাম রকওয়েল। এছাড়া ‘আই টোনিয়া’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছে অ্যালিসন জেনি।
আজ সোমবার আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে তারকাদের উপস্থিতিতে ৯০তম অ্যাকাডেমি বা অস্কার পুরস্কার প্রদান করা হয়।
এদিকে, সেরা বিদেশি ভাষার ছবির অস্কার পুরস্কার জিতে নিয়েছে চিলির ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৮/মাহবুব