রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত সুপার মুভি '২.০' মুক্তির আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর এর পেছনের অন্যতম প্রধান কারণ ছবিটির নির্মাণশৈলী। বিশাল বাজেটের এই ছবির প্রায় সবটি জুড়েই আছে ভিজ্যুয়াল এফেক্টের কাজ। যা এই সাইন্স ফিকশন ভিত্তিক ছবিটিকে করে তুলেছে আরও বেশি নান্দনিক।
সম্প্রতি টিম '২.০'র পক্ষ থেকে ছবিটি নির্মাণের বর্ণনামূলক একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। পৌনে ছয় মিনিটের এই ভিডিওটিতে ছবিটি নির্মাণের বিভিন্ন দৃশ্য দেখানোর পাশাপাশি কথা বলেছেন অভিনেতা অক্ষয় কুমার, পরিচালক এস শঙ্কর, ভিজ্যুয়াল এফেক্ট সুপারভাইজার শ্রীনিবাস মোহন এবং ভিএফএক্স প্রধান রিফ ড্যাচার।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর